Last Updated: Monday, July 9, 2012, 12:01
যান্ত্রিক ত্রুটির কারণে এয়ার ইন্ডিয়ার একটি বিমান জরুরি অবতরণ করল পাকিস্তানে। সোমবার সকালে আবু ধাবি থেকে দিল্লি আসার পথে বিমানের ৩টি হাইড্রলিক সিস্টেম বিকল হয়ে যায়। এরপরেই পাকিস্তানের সিন্ধ প্রদেশেরটিতে নবাব শাহ বিমানবন্দের এয়ারবাস-৩১৯ বিমাটিকে জরুরি অবতরণ করানো হয়।