Last Updated: Sunday, July 29, 2012, 22:59
কলকাতাতে রীতিমতো সক্রিয় খাদ্যশস্য পাচার চক্র। গম পাচার কাণ্ডের তদন্তে নেমে এমনই ধারণা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের গোয়েন্দাদের। গতকাল বাংলাদেশে পাচারের সময় কলকাতা বন্দর এলাকা থেকে প্রচুর পরিমাণে গম বাজেয়াপ্ত হয়। ঘটনার সঙ্গে জড়িত মূল পাণ্ডারা এখনও অধরা।