england camp - Latest News on england camp| Breaking News in Bengali on 24ghanta.com
চোট আতঙ্ক নিয়েও ধোনিদের স্বপ্নভঙ্গে তৈরি কুকরা

চোট আতঙ্ক নিয়েও ধোনিদের স্বপ্নভঙ্গে তৈরি কুকরা

Last Updated: Wednesday, November 14, 2012, 19:27

যুদ্ধ শুরু হবার আগেই পশ্চিম আকাশে কালো মেঘের ছায়া ঘনিয়ে এল। কাল থেকে আমেদাবাদে প্রথম টেস্ট। ম্যাচ শুরু আগেই ইংল্যান্ডের ছোট্ট একটি ধাক্কা। চোটের কারণে স্টিভেন ফিন ফিরল দেশে। ব্রডও অনিশ্চিন্ত। কিন্তু জেমস অ্যান্ডারসনের সচিনকে নিয়ে `বাক আক্রমণ` দেখেই মনে হচ্ছে, তারাও কোনোভাবে এক চুল জায়গা ছাড়তে রাজি নন মোতেরার বাইশ গজ পিচে। কিন্তু ধোনিবাহিনীও সম্পূর্ণভাবে তৈরি ইংল্যান্ড সফরে `হোয়াইট ওয়াশ`-এর প্রতিশোধ নিতে।