Last Updated: Sunday, December 2, 2012, 21:34
ইডেন টেস্টটা দুটো দলের কাছেই মরণবাঁচন। আর সেই টেস্টের দু দিন আগে দুই শিবিরে ধরা পড়ল দু রকম চিত্র। ভারতীয় ক্রিকেটাররা ফুরফুরে মেজাজে দিন কাটালেন। আর ইংল্যান্ড ক্রিকেটাররা মজে রইলেন কঠোর অনুশীলনে। ইডেন টেস্ট খেলতে রবিবার শহরে পৌঁছয় ভারতীয় দল। ক্ষেপে-ক্ষেপে পৌঁছন ভারতীয় দলের সদস্যরা। রবিবার অনুশীলন না করে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন সচিন,বীরু,যুবিরা। শহরে মেইনল্যান্ড চাইনা রোস্তোঁরায় কুকিং অন দ্য রান নামে একটি বইয়ের উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বীরেন্দ্র সেওয়াগ, অশ্বিন, প্রজ্ঞান ওঝা, আজিঙ্কা রাহানে।