Last Updated: Monday, November 11, 2013, 10:25
থামানো যাচ্ছে না দুরন্ত গতির রাফাকে। এই বছর নিজের রূপকথার টেনিসের দুরন্ত গতি বজায় রেখে এটিপি ওয়ার্ল্ড ট্যুরের ফাইনালে পৌঁছালেন তিনি। সেমিফাইনালে হারালেন `চির শত্রু` রজার ফেডেরারকে।টেনিস ইতিহাসের দুই জীবন্ত কিংবদন্তীর মহা সমরের সাক্ষী থাকল এটিপি ওয়ার্ল্ড ট্যুর। টেনিস কোর্টের এই দুই `চির শত্রু`র খেলা মানেই রচিত হয় মহাকাব্য। আর এ বছরের দুরন্ত ফর্মের মর্যাদা রেখে এই মহাকাব্যের নায়ক সেই রাফায়েল নাদাল। রবিবার ফেড এক্সপ্রেসকে ৭-৫, ৬-৩ হারিয়ে এটিপি ওয়ার্ল্ড ট্যুরের ফাইনালে উঠলেন রাফা। সোমবার ফাইনালে তাঁর প্রতিদ্বন্দ্বী নোভাক জকোভিচ ও স্ট্যানিসলাস ওয়ারিঙ্কার মধ্যেকার যুদ্ধের বিজেতা।