Last Updated: Monday, February 13, 2012, 16:42
শীতে কাবু জার্মানি, ইতালি-সহ গোটা ইউরোপ। প্রবল তুষারপাত ও শৈত্যপ্রবাহে মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। শীতের মারণ কামড় উপেক্ষা করেই উত্সবে মেতেছে ইতালিবাসী। ইতালির ভেনিস শহরে শনিবার থেকে শুরু হয়েছে `উইন্টার কার্নিভাল`।