Last Updated: Thursday, September 19, 2013, 09:32
ওরবিস। শহরের বুকে এই মুহুর্তে সবচেয়ে আলোচিত নাম। ওরবিস আসলে একটা ভ্রাম্যমান চক্ষু চিকিৎসা কেন্দ্র। স্থল নয়, এর যাতায়াত আকাশপথে। বিশাল মাপের এই উড়োজাহাজ দাঁড়িয়ে রয়েছে দমদম বিমানবন্দর। থাকবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।