Last Updated: Saturday, January 5, 2013, 21:16
দিল্লি গণধর্ষণকাণ্ডে নির্যাতিতা তরুণীর বন্ধুর সাক্ষাত্কার সম্প্রচারের ঘটনায় জি নিউজের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিস। শনিবার জি নিউজের এডিটর ইন চিফ সুধীর চৌধুরীকে ডেকে পাঠায় পুলিস। জি নিউজের বিরুদ্ধে দিল্লি পুলিসের এই আচরণের নিন্দায় সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল।