Last Updated: Monday, May 27, 2013, 19:48
`দিজ ইজ নট ক্রিকেট`। এই স্লোগানটার যোগ্য সম্মান রাখল কলকাতা। কলকাতা দেখিয়ে দিল ভালকে যেমন অন্তরের সঙ্গে গ্রহণ করতে হয়, খারাপ তেমন উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হয়। সেটাই করে দেখাল কলকাতা। রবিরার রাতের ইডেন তারই সাক্ষী থাকল।