Last Updated: Wednesday, March 20, 2013, 09:48
পরিসংখ্যান বলছে, ফেয়ার প্রাইস বা ন্যায্যমূল্যের এই ওষুধের দোকানে যে দামে ওষুধ বিক্রি হচ্ছে, তার চেয়ে খোলা বাজারে নির্দিষ্ট ওষুধগুলির দাম অনেকটাই কম। ওষুধের বাজার সম্পর্কে তেমনভাবে ওয়াকিবহাল না থাকায় সাধারণ মানুষ অনেকক্ষেত্রেই ঠকছেন। কীভাবে ঠকছেন তাঁরা? খোলা বাজারে কোন কোন ওষুধের দাম ফেয়ার প্রাইস শপের থেকে কম? ন্যায্যমূল্যের নামে কীভাবে চলছে মুনাফা লাভের ভাঁওতাবাজি? চব্বিশঘণ্টার এক্সক্লুসিভ রিপোর্ট।