Last Updated: Tuesday, April 17, 2012, 15:03
২৬/১১ মুম্বই সন্ত্রাস রুখতে বিদেশে মার্কিন প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে বার বার যোগাযোগ করা সত্ত্বেও, তাঁরা সেই কথায় কান দেননি। এমনই দাবি করেছেন ২০০৮-এর মুম্বই সন্ত্রাসে অন্যতম অভিযুক্ত পাক-মার্কিন নাগরিক ডেভিড কোলম্যান হেডলি`র প্রাক্তন স্ত্রী ফয়জা আউতালহা।