false case - Latest News on false case| Breaking News in Bengali on 24ghanta.com
রোজ বদলানো বয়ান এসে থামল `সাজানো` ঘটনায়

রোজ বদলানো বয়ান এসে থামল `সাজানো` ঘটনায়

Last Updated: Sunday, April 14, 2013, 09:57

প্রেসিডেন্সিতে হামলার পর প্রতিদিনই বদলেছে সরকারের বয়ান। তৃণমূল জড়িত নয় এই দাবির পর সরাসরি দায়ী করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীকে। আক্রমণের হাত থেকে বাদ যাননি উপাচার্য-রেজিস্ট্রারও। আর সবশেষে গতকাল বলে দেওয়া হয়েছে সাজানো ঘটনা।