false phone - Latest News on false phone| Breaking News in Bengali on 24ghanta.com
মুখ্যমন্ত্রীর নামে ভুয়ো ফোন মহকুমাশাসকের ফোনে

মুখ্যমন্ত্রীর নামে ভুয়ো ফোন মহকুমাশাসকের ফোনে

Last Updated: Monday, April 16, 2012, 11:51

মুখ্যমন্ত্রীর নামে ভুয়ো ফোন এলো কাটোয়ার মহকুমাশাসকের ফোনে। মহকুমাশাসক প্রশান্ত কুমার গুহকে ফোনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে নির্দেশ দেওয়া হয়, একটি নির্দিষ্ট মামলায় অভিযুক্তরা যেন জামিন না পায়। বিষয়টি তিনি কাটোয়া আদালতের সরকারি আইনজীবীকে জানান।