fee hike - Latest News on fee hike| Breaking News in Bengali on 24ghanta.com
খিলাড়ির ৪০ কোটির উপাখ্যান

খিলাড়ির ৪০ কোটির উপাখ্যান

Last Updated: Friday, August 10, 2012, 22:16

বলিউডে এখন ১০০ কোটি বাজেটের রমরমা। এই বিপুল বাজেটে প্রযোজকদের লক্ষ্মীলাভ হচ্ছে কী না সেই নিয়ে সন্দেহ থাকলেও অভিনেতারা যে পারিশ্রমিকের বহর বাড়িয়েই চলেছেন সেটা স্পষ্ট। ইতিমধ্যেই আলোড়ন ফেলেছে অক্ষয় কুমারের পারিশ্রমিক। শোনা যাচ্ছে উনিই নাকি এখন বলিউডে সব থেকে বেশি পারিশ্রমিক নিচ্ছেন। তাঁর পারিশ্রমিকের অঙ্ক এখন ৪০ কোটি। বলিউডের এতদিনের সবচেয়ে `দামী` অভিনেতা ছিলেন সলমন খান। অক্ষয় এখন তাঁকেও ছাড়িয়ে গিয়েছেন।