first artificial hea - Latest News on first artificial hea| Breaking News in Bengali on 24ghanta.com
সম্পূর্ণ অভিনব বিরলতম কৃত্রিম হৃদযন্ত্র প্রতিস্থাপনের পর দিব্যি হাঁটছেন ৭৫-এর মরণাপন্ন রোগী

সম্পূর্ণ অভিনব বিরলতম কৃত্রিম হৃদযন্ত্র প্রতিস্থাপনের পর দিব্যি হাঁটছেন ৭৫-এর মরণাপন্ন রোগী

Last Updated: Sunday, December 22, 2013, 22:04

বিশ্বে এই প্রথম সফলভাবে সম্পূর্ণ কৃত্রিম হৃদযন্ত্র প্রতিস্থাপনের দাবি করল ফ্রান্সের একটি সংস্থা। ওই কৃত্তিম হৃদযন্ত্রের সাহায্যে কোনও ব্যক্তি পাঁচ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারবেন। সফলভাবে ওই যন্ত্রটি প্রতিস্থাপিত করা হয় ৭৫ বছর বয়সী এক ফরাসি নাগরিকের দেহে। অস্ত্রোপচারটি হয়েছে প্যারিসের জর্জেস পম্পিডু হাসপাতালে। সফল অস্ত্রোপচারের পর রোগীর জ্ঞান ফিরেছে।