Last Updated: Tuesday, February 7, 2012, 23:30
দেশের বৃহত্তম রাজ্যে (জনসংখ্যার নিরিখে) গণতন্ত্রের অগ্নিপরীক্ষায় বাধ সাধল বৃষ্টি! এদিন উত্তরপ্রদেশে ৭ দফার বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটগ্রহণ পর্বে অওধ এবং তরাই অঞ্চলের বেশ কিছু এলাকায় ভোটারদের উত্সাহে 'জল ঢালে' প্রকৃতি। যদিও শেষ পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৬২ শতাংশ।