Last Updated: Thursday, August 9, 2012, 09:10
লন্ডন অলিম্পিকে পদক জয়ের লড়াই থেকে ছিটকে গেলেন বক্সার দেবেন্দ্র সিং। পুরুষদের ৪৯ কেজি(ফ্লাইওয়েট) বিভাগের কোয়ার্টার ফাইনালে আয়ারল্যান্ডের প্যাডি বার্নসের কাছে হেরে এবারের মত অলিম্পিক থেকে বিদায় নিলেন দেবেন্দ্র। ২৩-১৮ পয়েন্টে দেবেন্দ্রকে হারিয়ে সেমিফাইনালে গেলেন প্যাডি বার্নস।