Last Updated: Tuesday, March 19, 2013, 18:35
মন্ত্রিসভায় পাস হল সংশোধিত খাদ্য সুরক্ষা বিল। এর ফলে অন্তদয়া অন্ন যোজনার অন্তর্গত দেশের ২ কোটি ৪৩ লক্ষ দরিদ্র পরিবারকে প্রতি মাসে ৩৫ কেজি করে চাল দেবে সরকার। সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সুপারিশ মেনেই এই বিল সংশোধিত হল।