foreign footballer - Latest News on foreign footballer| Breaking News in Bengali on 24ghanta.com
বোরিসিচই লাল হলুদে চতুর্থ বিদেশি

বোরিসিচই লাল হলুদে চতুর্থ বিদেশি

Last Updated: Thursday, November 22, 2012, 20:28

বোরিসিচই হলেন ইস্টবেঙ্গলের চতুর্থ বিদেশি। কোচের থেকে সবুজ সংকেত পাওয়ার পর ইস্টবেঙ্গল কর্তারা বোরিসিচকেই চতুর্থ বিদেশি হিসেবে চুক্তিবদ্ধ করার সিদ্ধান্ত নিলেন। বোরিসিচের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল কোচ মরগ্যানকেই। মাত্র তিনদিনের ট্রায়ালে বোরিসিচকে দেখে তাঁর সিদ্ধান্তের কথা কর্তাদের জানান কোচ। প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন অসি স্ট্রাইকার। তারপর ম্যাচের মধ্যে না থাকায় ম্যাচ ফিট ছিলেন না বোরিসিচ। অনুশীলনে তা ধরাও পড়েও।