Last Updated: Monday, June 18, 2012, 21:18
উপনির্বাচনী বিপর্যয়ের পরই তেলুগু মুলুকের কংগ্রেস শিবিরে তৈরি হল নতুন সঙ্কট। জমি বিলির একটি অনিয়ম সংক্রান্ত মামলার জেরে সোমবার হারদরাবাদের বিশেষ দুর্নীতি দমন আদালত তলব করল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কোন্নিজিতি রোসাইয়াকে। কংগ্রেসে হাইকম্যান্ডের অতি বিশ্বস্ত হিসেবে পরিচিত এই প্রবীণ কংগ্রেস নেতা বর্তমানে তামিলনাড়ুর রাজ্যপাল পদে রয়েছেন।