former chief ministe - Latest News on former chief ministe| Breaking News in Bengali on 24ghanta.com
২১ জুলাই কমিশনে কী কী প্রশ্ন করা হয়েছিল বুদ্ধবাবুকে

২১ জুলাই কমিশনে কী কী প্রশ্ন করা হয়েছিল বুদ্ধবাবুকে

Last Updated: Wednesday, February 26, 2014, 20:33

রাজ্যে এই প্রথম কোনও প্রাক্তন মুখ্যমন্ত্রী কোনও কমিশনে গিয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারপতির প্রশ্নের উত্তর দিলেন। ১৯৯৩-র ২১ জুলাই তেরো জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যুর তদন্তে গঠিত একুশে জুলাই কমিশনে বুদ্ধদেব ভট্টাচার্যের সাক্ষ্যদান ছিল রাজনৈতিক দিক থেকেও তাতপর্যপূর্ণ। আজই কমিশন জানিয়ে দিয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকা হলেও একুশে জুলাই আন্দোলনের মূল নেত্রী, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে তাঁরা ডাকবেন না।