former minister - Latest News on former minister| Breaking News in Bengali on 24ghanta.com
কান্ডাকে রবিবার জেরা করবে দিল্লি পুলিস

কান্ডাকে রবিবার জেরা করবে দিল্লি পুলিস

Last Updated: Saturday, August 18, 2012, 09:54

গীতিকা আত্মহত্যা কাণ্ডে ধৃত হরিয়ানার প্রাক্তন মন্ত্রী গোপাল কান্ডাকে রবিবার জিজ্ঞাসাবাদ করবে দিল্লি পুলিস। গতকালই তাঁর সাতদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির একটি আদালত। টানা ১০ দিন ফেরার থাকার পর গত শুক্রবার গভীর রাতে আত্মসমর্পণ করলেন হরিয়ানার প্রাক্তন মন্ত্রী গোপাল কান্ডা। এয়ারহোস্টেস গীতিকা শর্মার আত্মহত্যার ঘটনায় মূল অভিযুক্ত সিরসার নির্দল বিধায়ক তথা এমডিএলআর এয়ারলায়েন্স-এর কর্তা গোপাল কান্ডা।