fountain - Latest News on fountain| Breaking News in Bengali on 24ghanta.com
দার্জিলিঙে জলসঙ্কটের ভ্রুকুটি

দার্জিলিঙে জলসঙ্কটের ভ্রুকুটি

Last Updated: Friday, March 9, 2012, 22:13

জল প্রকল্পের কাজ শেষ না-হওয়ায় আগামী মাস থেকে দার্জিলিংয়ের জল সমস্যা আরও তীব্রতর হবে। এখন সিনচল জলাধার থেকে দার্জিলিং শহরে জল সরবরাহ করে পুরসভা। কিন্তু প্রতিদিনই জলস্তর কমতে থাকায় জল সমস্যা দেখা দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দার্জিলিং পুরসভার চেয়ারম্যান।