Last Updated: Sunday, April 22, 2012, 16:08
ফ্রান্সে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি, সোশ্যালিস্ট পার্টি`র ফ্রাঙ্কয়েস হল্যান্ডে, ন্যাশনাল ফ্রন্ট পার্টি`র মেরিন লে পেন-সহ ১০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ফ্রান্সের ৪ কোটি ৪৫ লক্ষ ভোটার।