Last Updated: Saturday, October 22, 2011, 21:04
আলোর উত্সব দীপাবলিতে বাড়ি, আবাসনে মোমবাতির বদলে আগেই জায়গা করে নিয়েছে বাহারি বৈদ্যুতিক বাল্ব। আর প্রথাগত মাটির প্রদীপের বদলে ক্রেতারা ঝুঁকেছেন রকমারি সুগন্ধি দিয়ার দিকে। এইসব সুগন্ধি দিয়ার জন্ম দেশের বাণিজ্য রাজধানী মুম্বইয়ে।