fraudlance - Latest News on fraudlance| Breaking News in Bengali on 24ghanta.com
রেলে  নিয়োগে দুর্নীতি, অভিযোগের তির শিয়ালদহ ডিআরএম অফিসের দিকে

রেলে নিয়োগে দুর্নীতি, অভিযোগের তির শিয়ালদহ ডিআরএম অফিসের দিকে

Last Updated: Thursday, May 17, 2012, 10:23

রেলে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার ঘটনায় একজনকে গ্রেফতার করল বাঁশদ্রোণী থানার পুলিস। গতকাল রাতে গড়িয়া এলাকার একটি অফিস থেকে বিশ্বজিত মণ্ডল নামে যুবককে গ্রেফতার করা হয়। চাকরিপ্রার্থীদের থেকে টাকা নিয়ে প্রতারণাচক্রের মূল পাণ্ডাদের কাছে তা পৌঁছে দিত বলে জানিয়েছে ধৃত ব্যক্তি।