Last Updated: Saturday, July 20, 2013, 13:38
এক অদ্ভুত শিশুর জন্মের সাক্ষী রইল নাইজিরিয়ার একিটি প্রদেশ। ব্যাঙের মত মাথার গঠনযুক্ত শিশুটি মারা গেলেও সুস্থ রয়েছেন মা। বৃহস্পতিবার দুপুর সোয়া ২টো নাগাদ জেনারেল হাসপাতালে শিশুর জন্ম দেন দুই সন্তানের মা বছর তিরিশের ওই মহিলা।