Last Updated: Monday, November 26, 2012, 19:55
বেশ কিছুদিন নামহীন থাকার পর অবশেষে নাম পেল নীল হলুদ বিখ্যাত সেই আর্মাডিলো। দুহাজার চোদ্দর ফুটবল বিশ্বকাপের ম্যাসকট আর্মাডিলোর নামকরণ করা হল
ফুলেকো। ব্রাজিলে ইন্টারনেটে ভোটাভুটির মাধ্যমে এই নাম নির্বাচিত হয়েছে।