Last Updated: Sunday, October 20, 2013, 22:26
দামোদরের গ্রাসে চলে গেছে বিঘের পর বিঘে ধান জমি। গলসীর রামগোপালপুরের বহু কৃষক এখন সর্বস্বান্ত। গ্রামবাসীরা বলছেন, অন্তত ৮০০ বিঘে চাষের জমি নদীগর্ভে চলে গিয়েছে। অবৈধ বালি তোলার জন্য কৃষকরা জমিজিরেত হারালেও প্রশাসনের ঘুম ভাঙেনি।