Last Updated: Tuesday, May 20, 2014, 11:35
গঙ্গা শুধু আমাদের কাছে একটি নদী নয়। গঙ্গা আমাদের সভ্যতা ও সংস্কৃতির ধারক ও বাহক। গঙ্গার সঙ্গে আমাদের দেশাত্মবোধও জড়িয়ে রয়েছে। তাই গঙ্গা নদীকে বাঁচাতে এবার উদ্যোগী হয়েছে ভারতের সবথেকে বড় নিউজ নেটওয়ার্ক জি মিডিয়া। গঙ্গাজলকে পবিত্র মনে করে প্রায় প্রতিটি ঘরে তা রাখা হয়। কিন্তু, আমাদের অবহেলার কারণে এই শুদ্ধ জলই ক্রমশ দূষিত হয়ে উঠছে। কল কারখানার বর্জ্য এবং শহুরে আবর্জনার জেরে প্রতিনিয়ত একটু একটু করে অস্তিত্ত্ব হারাচ্ছে গঙ্গা।