ganga pollution - Latest News on ganga pollution| Breaking News in Bengali on 24ghanta.com
বাবুঘাটে কাঠামো সরানোর কাজ চললেও গঙ্গা দূষণ অব্যাহত

বাবুঘাটে কাঠামো সরানোর কাজ চললেও গঙ্গা দূষণ অব্যাহত

Last Updated: Friday, October 26, 2012, 11:50

বাবুঘাটে প্রতিমা বিসর্জনের পর বাবুঘাটে প্রতিমার পরিত্যক্ত কাঠামো সরানোর কাজ করছে কলকাতা পুরসভা। ক্রেন, বুলডোজারের সাহায্যে গঙ্গা থেকে প্রতিমার কাঠামো তোলা হচ্ছে। পরে, সেগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে ধাপায়। দশমীর পর একাদশীতেও রাতভর বাজে কদমতলা ঘাটে চলে প্রতিমা বিসর্জন। পুরসভার কর্মীরা কাজ চালিয়ে গেলেও এখনও গঙ্গাতীরে পড়ে রয়েছে বহু কাঠামো।