gate way of india bl - Latest News on gate way of india bl| Breaking News in Bengali on 24ghanta.com
মুম্বই বিস্ফোরণ: মৃত্যুদণ্ডের আদেশ বহাল ৩ জঙ্গির

মুম্বই বিস্ফোরণ: মৃত্যুদণ্ডের আদেশ বহাল ৩ জঙ্গির

Last Updated: Saturday, February 11, 2012, 10:53

২০০৩-এর মুম্বই বিস্ফোরণে দোষী সাব্যস্ত ৩ লস্কর-ই-তৈবা জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রাখল বম্বে হাইকোর্ট। শুক্রবার বিস্ফোরণে জড়িত আসরাত আনসারি, হানিফ সৈয়দ আনিস ও তার স্ত্রী ফেহমিদা সৈয়দের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখে হাইকোর্টের বিচারপতি এএম খানভিলকার ও বিচারপতি পিডি কোড়ের ডিভিশন বেঞ্চ।