Last Updated: Tuesday, May 1, 2012, 14:25
আরুষি হত্যা মামলায় নূপুর তলোয়ারের জামিনের আবেদন সংক্রান্ত রায়দান বুধবার পর্যন্ত পিছিয়ে দিল গাজিয়াবাদের বিশেষ সিবিআই আদালত। বিচারক এস লালের বেঞ্চ আরুষি তলোয়ার হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত তাঁর মা নূপুর তলোয়ারের জামিনের আবেদনের শুনানির পর আগামীকাল পর্যন্ত রায় পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করে। সিবিআই আদালতের এই সিদ্ধান্তের ফলে মঙ্গলবারের মতোই আজও গাজিয়াবাদের দাসনা জেলে রাত্রিবাস করতে হবে নূপুর তলোয়ারকে।