gender sensitivity c - Latest News on gender sensitivity c| Breaking News in Bengali on 24ghanta.com
জেন্ডার সেনসিটিভিটি কোর্স চালু করার পথে সিবিএসসি

জেন্ডার সেনসিটিভিটি কোর্স চালু করার পথে সিবিএসসি

Last Updated: Friday, July 5, 2013, 20:58

নারী নির্যাতনের মতো বিভিন্ন সামাজিক সমস্যার মোকাবিলায় এবার জেন্ডার সেনসিটিভিটি কোর্স চালু করতে চলেছে সিবিএসই কর্তৃপক্ষ। প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত চালু করা  হবে এই কোর্স। একইসঙ্গে চালু হচ্ছে ওপেন বুক সিস্টেম এবং কেরিয়ার কাউন্সিলিং। আজ দক্ষিণ কলকাতার একটি স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে এসে একথা জানান সিবিএসই বোর্ডের চেয়ারম্যান বিনীত জোশী।