Last Updated: Saturday, March 31, 2012, 15:51
জেনারেল ভি কে সিংয়ের তরফে সিবিআই-কে পাঠানো অভিযোগপত্রে সুনির্দিষ্ট ভাবে তাঁকে ঘুষের প্রস্তাব দেওয়ার দায়ে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল তেজেন্দ্র সিংয়ের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। তবে সিবিআই-সূত্রে খবর, চিঠিতে দুর্নীতির টাকার অঙ্ক লেখা হয়নি। এই পরিস্থিতির মধ্যেই শনিবার সরাসরি জেনারেল ভি কে সিংয়ের অভিযোগের বিরোধিতা করেছেন ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা `ডিআরডিও`-র প্রধান ভি কে সারস্বত।