Last Updated: Tuesday, March 25, 2014, 21:28
প্রতিপক্ষ দেবকে অভ্যর্থনা জানাতে দিনভর প্রস্তুত ছিলেন সন্তোষ রানা। কিন্তু কথা দিয়েও সন্তোষ রানার বাড়িতে গেলেন না ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। দেবের আপ্যায়নে কোনও ত্রুটি রাখেননি সন্তোষ রানাও। রাখা হয়েছিল স্পেশাল রাবড়ি। সব কিছুই তৈরি ছিল। কিন্তু বিকেলের দিকে সন্তোষ রানাকে ফোন করে দেব জানিয়ে দেন, ব্যস্ততার জন্য তিনি যেতে পারছেন না।