Last Updated: Monday, February 27, 2012, 17:14
সারা দিনে রাজ্যের একাধিক কলেজে ঘেরাও হলেন অধ্যক্ষরা। রায়গঞ্জে ছাত্রছাত্রীদের দাবিকে ভিত্তিহীন বলায় ঘেরাও হন নতুন অধ্যক্ষ। পরে পুলিস গিয়ে তাঁকে ঘেরাও মুক্ত করে। মনোনয়ন পত্র বাতিল হওয়ায় কারচুপির অভিযোগে অধ্যক্ষকে ঘেরাও করা হয় নৈহাটিতে। পুরুলিয়ার জেকে কলেজে আবার অধ্যক্ষকে ঘেরাও করেন অধ্যপকদেরই একাংশ। শেষ পর্যন্ত দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে পুরুলিয়ার ওই অধ্যক্ষকে অপসারণের সিদ্ধান্ত কলেজের গভর্নিংবডি।