Last Updated: Saturday, May 11, 2013, 23:19
ছোটদের নিয়ে ছবির কনসেপ্ট প্রতি পাঁচ বছর অন্তর বদলে যায়। কারণ ছোটরা বড্ড তাড়াতাড়ি বড় হয়ে যায়, আর তাদের জায়গা দখল করে নেয় যারা, তাদের মনগুলোও একই রকম থাকে না। ঘন ঘন বদলায়। বয়ঃসন্ধিক্ষণে পৌঁছনো এক সদ্যকিশোরীর জীবনের নানা টানাপোড়েন নিয়ে একটা রঙিন গল্প বললেন সোনম নায়ার। এর আগে তিনি অয়ন মুখার্জির সঙ্গে সহ-পরিচালনা করেছেন `ওয়েক আপ সিড` ছবিতে।