Last Updated: Friday, January 20, 2012, 13:57
এক দশক আগের ভয়াবহ দাঙ্গার কলঙ্ক মোছার জন্য এবার তাঁর `সদ্ভাবনা মিশন` নিয়ে সেই সাম্প্রদায়িক হিংসার `এপিসেন্টার`-এ হাজির হলেন নরেন্দ্রভাই দামোদরদাস মোদী। শুক্রবার সকালে গোধরায় গুজরাতের মুখ্যমন্ত্রীর এক দিনের প্রতীকী অনশনস্থলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের জড়ো করার সরকারি প্রয়াসে স্পষ্ট, ২০০২ দাঙ্গার স্মৃতি ঝেড়ে ফেলে রাজ্যের সমস্ত সম্প্রদায়ের নেতা হয়ে উঠতে মরিয়া `ছোটে সর্দার`।