Last Updated: Wednesday, August 7, 2013, 21:34
মোর্চাকে ফের কড়া বার্তা দিল রাজ্য সরকার। বনধ-অবরোধ না তুললে মোর্চার সঙ্গে কোনও আলোচনা নয়। জানিয়ে দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। গৌতম দেবের হুঁশিয়ারি, দার্জিলিং পাহাড়ের আন্দোলন তরাই-ডুয়ার্স বা সমতলে ছড়ালে, কড়া হাতে তা দমন করবে রাজ্য। সরকারের কড়া অবস্থানের মুখে এখনও নমনীয় নয় মোর্চা। আপাতত বনধ প্রত্যাহার নয় বলে জানিয়ে দিয়েছেন তাঁরা।