gouri das - Latest News on gouri das| Breaking News in Bengali on 24ghanta.com
না পাওয়ার তালিকা দীর্ঘ, সন্তান বিক্রি করেও তাই অবিচলিত সুন্দরপাড়া

না পাওয়ার তালিকা দীর্ঘ, সন্তান বিক্রি করেও তাই অবিচলিত সুন্দরপাড়া

Last Updated: Wednesday, June 4, 2014, 23:40

অনটন থেকে বাঁচার পথ খুঁজছেন সুন্দরপাড়ার বাসিন্দারা। আধপেটা খেয়েই বেঁচে আছে সুন্দরপাড়া। তাই মায়ের সন্তান বিক্রির খবর শুনে গোটা রাজ্যের মত বিচলিত হয় না রেল পাড়ে গজিয়ে ওঠা জনপদ। কারণ, নেইয়ের তালিকাটা যে অনেকদিন আগেই দীর্ঘ হয়ে গিয়েছে।