Last Updated: Thursday, June 26, 2014, 23:26
বর্ষা এসে গেছে। রাস্তায় জল জমতে এক ঘণ্টার বৃষ্টিই যথেষ্ট। তাই বর্ষার সঙ্গে অবাধরিত ভাবে জীবনে ঢুকে পড়ে ম্যালেরিয়া। সন্ধে থেকে ভোরের মধ্যে সংক্রমিত অ্যনোফিলিস মশার কামড়ে শরীরে বাসা বাঁধে প্লাজমোডিয়াম প্যারাসাইট। এর প্রকোপেই ম্যালেরিয়ায় আক্রান্ত হয় মানুষ। একটু সতর্ক থাকলে ম্যালেরিয়ার চিকিত্সা করা যায় ওষুধ ছাড়াই। রান্নাঘরে থাকা কিছু রোজকার ব্যবহারের জিনিসেই চিকিত্সা করা যায় ম্যালেরিয়ার।