Last Updated: Thursday, October 20, 2011, 16:57
বিপুল বিক্ষোভের মধ্যে গ্রিস পার্লামেন্টে সুতোর ব্যবধানে পাশ হল ব্যয় সংকোচ বিল। বৃহষ্পতিবারের ভোটাভুটিতে এই বিলের সমর্থনে ভোট পড়ে ১৫৪ টি, বিপক্ষে ১৪৪টি। শেষ মুহূর্তে সরকার পক্ষের এক ডেপুটি এই বিলের বিপক্ষে ভোট দেন।