Last Updated: Saturday, December 17, 2011, 15:58
তেইশ তারিখ বিধানসভার শীতকালীন অধিবেশন শেষের আগেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পেশ করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। বিল পেশের সম্ভাব্য তালিকায় ছিল জিটিএ এবং জমি অধিগ্রহণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিলও। কিন্তু বিল নিয়ে তীব্র আইনি জটিলতা তৈরি হওয়ায় চলতি অধিবেশনে আদৌ এই বিলগুলি পেশ হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে গভীর সংশয়।