Last Updated: Saturday, December 17, 2011, 14:05
ইশরত জাহান ভুয়ো সংঘর্ষ মামলায় গুজরাত পুলিসের ২০ জন অফিসারকে `দোষী` হিসেবে চিহ্নিত করল সিবিআই। এই তালিকায় রয়েছে, মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আমদাবাদ পুলিসের অপরাধ দমন শাখার প্রধান, যুগ্ম কমিশনার পি পি পাণ্ডে, প্রাক্তন অতিরিক্ত কমিশনার জি এল সিংঘল, অতিরিক্ত কমিশনার এন কে আমিন এবং সাসপেন্ড ডিআইজি ডি জি বানজারার নাম।