guria still - Latest News on guria still| Breaking News in Bengali on 24ghanta.com
নিখোজ আবাসিককে আজ আনা হচ্ছে, মিলল নৃশংসতার প্রমাণ

নিখোজ আবাসিককে আজ আনা হচ্ছে, মিলল নৃশংসতার প্রমাণ

Last Updated: Friday, July 20, 2012, 14:33


গুড়াপের হোম থেকে স্থানান্তরের সময় নিখোঁজ হয়ে যাওয়া আবাসিককে আজ আলিপুরদুয়ার থেকে নিয়ে আসা হচ্ছে। আলিপুরদুয়ার মহকুমা আদালতের অনুমতি মেলার পর হোমকাণ্ডের তদন্তে উত্তরপাড়া থানার পুলিস বিকেলে তাঁকে নিয়ে রওনা দিচ্ছে।