Last Updated: Tuesday, October 30, 2012, 09:21
হলই বা কলকাতা কিম্বা পশ্চিমবঙ্গ থেকে অনেকদূর। নাইবা এল শরৎকাল। নাইবা ফুটল কাশফুল। পুজো কিন্তু হয়
বিলেতেও। ফি বছর। হিমেল হাওয়া গায়ে মেখে দুর্গাপুজোয় মাতেন লন্ডনের বাসিন্দারা। আর সেই আনন্দের রেশ শেষ
হতে না হতেই চলে আসে কোজাগরী লক্ষ্মীপুজো।