Last Updated: Tuesday, October 30, 2012, 10:36
রুমাল থেকে বিড়াল হওয়ার হদিশ লুকিয়ে ছিল তাঁর কলমের ডগায়। ওরাংওটাং-এর রং যে হলদে-সবুজ হতে পারে
আর তার সঙ্গে ইঁট পাটকেলের যে একটা গভীর সম্পর্ক আছে সেই রহস্যও উদ্ঘাটন করে গিয়েছিলেন তিনি। তিনি
সুকুমার রায়। ৩০ অক্টোবর, বাংলার (সম্ভবত ভারতেরও) `ননসেন্স` সাহিত্যের জনকের জন্মদিন।