Last Updated: Tuesday, November 6, 2012, 20:50
হলদিয়া থেকে এবিজি বিদায়ের কান্ডারী হিসাবে যতই তাঁর বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠুক না কেন দল তথা সরকার
শুভেন্দু অধিকারীর পাশেই রয়েছে। হলদিয়ায় হতে চলা বাণিজ্যমেলার দায়িত্ব শুভেন্দু অধিকারীকে দিয়ে সেই বার্তাই
আরও একবার জোরালোভাবে দিল সরকার। মঙ্গলবার হলদিয়ায় মেলা নিয়ে একটি প্রস্তুতি বৈঠক শেষে পার্থ চ্যাটার্জি
বলেন, তমলুকের সাংসদকে সামনে রেখেই বাণিজ্যমেলার যাবতীয় প্রস্তুতি চলবে।