Last Updated: Sunday, April 20, 2014, 18:59
বীরভূমে সিপিএম কর্মী শেখ হীরা হত্যাকাণ্ডের মামলায় কেন ধারা বদল তা নিয়ে রিপোর্ট চেয়ে পাঠালো নির্বাচন কমিশন। প্রথমে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হলেও চাপে পড়ে অবশেষে ইচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ। এ ব্যাপারেই রিপোর্ট পাঠাবেন জেলাশাসক। ইতিমধ্যেই শেখ হীরালালের মৃত্যু নিয়ে রিপোর্ট পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে । দিল্লিতে এই রিপোর্ট পাঠিয়েছেন জেলাশাসক।